প্রতিষ্ঠানের ইতিহাস:

বড়তলা গ্রামের হাফিজ আং ছাত্তার সাহেব মাদরাসা প্রতিষ্ঠার জন্য উদ্যেগ গ্রহন করেন। এবং উক্ত গ্রামের মজর আলী সাহেব মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য ভূমি বরাদ্ধ করেন। হাফিজ আং ছাত্তার সাহেব ১৯৭২সালে প্রথমে ইবতেদায়ী ফুরকানিয়া ইসলামিয়া মাদরাসা হিসেবে প্রতিষ্ঠা করেন । পরবর্তীতে দাখিল স্তর বৃদ্ধিকরে ১৯৭৬সালে বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং ১৯৮৪সালে বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসা এম,পি, ও ভুক্ত হয়ে, অদ্যাবধি বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসা সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালিত হয়ে আসছে।  

এ্যাডমিন লগইন